মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
জরুরি পরিসেবায় ফেরির সংখ্যা (১৭টি) বৃদ্ধি করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলছে পারাপর। ঘাটে উপচেপড়া যাত্রীদের ভিড় থাকলেও ছোটগাড়ি,মোটরসাইকেল,ট্রাক নিয়ন্ত্রণ করা হচ্ছে ঢাকা- আরিচা মহাড়কের টেপরা নামক স্থান থেকে।
বিজিবি চেকপোস্ট বসিয়ে এসব যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে। মহাসড়ক এড়িয়ে পাটুরিয়া ঘাটের বিকল্প রাস্তা উথলী-পাটুরিয়া ভায়া নালীর পথে পাঠিয়ে দেওয়া হচ্ছে ছোট গাড়িগুলোকে। এসব পথে পারের অপেক্ষায় আটকে আছে অসংখ্য যানবাহন। এতে পাটুরিয়া ঘাট এলাকায় যানজট কম থাকলেও ঢাকা-আরিচা মহাড়কে রয়েছে গাড়ির চাপ। এই মহাসড়কে যানজটে ধীরগতিতে চলাচল করছে ট্রাক,ছোট গাড়ি,ভ্যান,রিকশা ও মোটরসাইকেল। ফলে ঘাটসহ মহাসড়কে ভোগান্তিতে রয়েছে ঈদে ঘরমুখো মানুষ।