আইএলও’র করোনা টেকনিক্যাল কমিটির সভাপতি বাংলাদেশ

আইএলও’র করোনা টেকনিক্যাল কমিটির সভাপতি বাংলাদেশ

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) করোনাভাইরাস সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাতিসংঘের জেনেভা কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী মিশন এ তথ্য জানিয়েছে।

করোনা মহামারির প্রাদুর্ভাবের ফলে বিশ্বব্যাপী শ্রম জগতে যে নেতিবাচক প্রভাব পড়েছে তা থেকে সফল ও কার্যকর উত্তরণে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও মানবিক উপায়ের সন্ধানে সব সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে এক দীর্ঘ আলোচনার আয়োজন করে আইএলও।

এই আলোচনার ফলে করোনা সংক্রান্ত আউটকাম ডকুমেন্টের একটি খসড়া প্রণয়ন করা হয়, যা ৩-১৯ জুন অনুষ্ঠেয় ১০৯তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে গৃহীত হবে।

এ খসড়ার ওপর সব সদস্য রাষ্ট্রের মতামত ও সম্মতি নিতে আসন্ন আন্তর্জাতিক শ্রম সম্মেলনের আগে চূড়ান্ত নেগোসিয়েশন হবে। এ গুরুত্বপূর্ণ নেগোসিয়েশনে সভাপতিত্ব করার জন্য সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাচিত হয়।

জেনেভায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মুস্তাফিজুর রহমান ওই নেগোসিয়েশনে সভাপতিত্ব করবেন।

খসড়া প্রণয়ন সংক্রান্ত কমিটিতে বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধি হিসেবেও নেতৃস্থানীয় ভূমিকা পালন করে।

অর্থ বাণিজ্য আন্তর্জাতিক শীর্ষ সংবাদ