মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কিশোর গ্যাং চান গ্রুপের তিন সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলেন- শাকিল (১৩), আরিফ (১৩) ও রাব্বি (১২)।

বৃহস্পতিবার (২৭ মে) রাতে র‍্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ভিতরে অভিযান চালায়। অভিযানে কিশোর গ্যাং চান গ্রুপের তিন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আটক কিশোর অপরাধীরা চান গ্রুপের সক্রিয় সদস্য। বর্তমানে ‘চান’ গ্রুপের প্রধান চান জেলে আছে। সে জেলে থাকলেও তার ইশারাতে যাবতীয় ছিনতাই, চুরি, পাড়ায়-মহল্লায় মারামারিসহ নানা অপকর্ম করে আসছে। আসামিরা একাধিক সদস্য একত্রিত হয়ে ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচল করা সাধারণ মানুষকে তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র দ্বারা ভয় দেখিয়ে টাকা, স্বর্ণ অলংকার, মোবাইল এবং মূল্যবান সামগ্রী কেড়ে নিয়ে পালিয়ে যায়।

কিশোর অপরাধীদের বিরুদ্ধে র‍্যাব-২ এর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এএসপি মামুন।

জাতীয় শীর্ষ সংবাদ