স্ত্রীসহ আটক টিকটক মডেল আশরাফুল

স্ত্রীসহ আটক টিকটক মডেল আশরাফুল

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

টিকটক মডেল করার লোভ দেখিয়ে ভারতে নারী পাচার চক্রের হোতা আশরাফুল ইসলাম ওরফে রাফির স্ত্রী ও দুই ভাগ্নেকে আটক করেছে ঢাকা র‌্যাবের একটি বিশেষ দল। আজ রোববার ভোরে আশরাফুলের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের নাদপাড়াতে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আশরাফুলের স্ত্রী ও ভাগ্নেদের আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঝিনাইদহ কোয়ারেন্টিন সেন্টার থেকে আশরাফুলকে আটক করা হয়।   আশরাফুল নাদপাড়া গ্রামের আয়নুদ্দিন মন্ডলের ছেলে।  আশরাফুল মোবাইলে শক্তিশালী সফটওয়ার ব্যবহার করত বলে জানা গেছে।

আশরাফুলের স্ত্রী বন্যা খাতুন ও তার দুই ভাগ্নে অনিক ও রনির আটকের কথা পরিবার স্বীকার করলেও আশরাফুলের বাবা আয়নুদ্দিন মন্ডল জানান, ঈদের আগে আশরাফুল ভারতের বেঙ্গালুরু থেকে আসার পর গত ২০ মে পুলিশ ঝিনাইদহ কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যায়। এরপর তাকে আজ রোববার সকালে সেখান থেকে আটক করে।

বিনোদন শীর্ষ সংবাদ সারাদেশ