বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

বাংলাদেশসহ তিন দেশ থেকে ইতালিতে ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে দেশটি। অপর দুই দেশ হচ্ছে- ভারত ও শ্রীলঙ্কা।

ইতালির স্বাস্থ্য রবার্তো স্প্যারেঞ্জার পক্ষ থেকে রোববার এই ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ানোর ঘোষণা আসে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

স্প্যারেঞ্জার এক মুখপাত্র জানান, ভারতে শনাক্ত হওয়া করোনাভাইরাসের ধরনটির ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ ২১ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত এপ্রিলের শেষ দিকে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যার মেয়াদ ৩০ মে শেষ হওয়ার কথা ছিল। তবে তার আগেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ