মাউন্ট নিরাগঙ্গো আগ্নেয়গিরির আশেপাশে ২৪ ঘণ্টায় ৯২ বার ভূমিকম্প

মাউন্ট নিরাগঙ্গো আগ্নেয়গিরির আশেপাশে ২৪ ঘণ্টায় ৯২ বার ভূমিকম্প

কঙ্গো প্রজাতন্ত্রের মাউন্ট নিরাগঙ্গো আগ্নেয়গিরির আশেপাশের এলাকা ২৪ ঘণ্টায় ৯২ বার ভূমিকম্পে কেপে উঠেছে। রবিবার স্থানীয় সরকারের এক কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।

নর্থ কিভুর সামরিক গভর্নর কনস্ট্যান্ট এনডিদিমা বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় ৯২ বার ভূমিকম্প হয়েছে। মাত্র চারটি মানুষ অনুভব করেছে, বাকীগুলো স্রেফ যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয়েছে।’

গত শনিবার ১১ হাজার ৫০০ ফুট উচ্চতার আগ্নেয়গিরিটিতে অগ্নুৎপাত শুরু হয়। ওই ঘটনায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এরপর থেকে ওই এলাকায় বারবার ভূমিকম্প হচ্ছে। এমনকি প্রতিবেশী দেশ রুয়ান্ডার রাজধানী কিগালিতেও কম্পন অনুভূত হয়েছে।

এদিকে আগ্নেয়গিরি বিশেষজ্ঞ ডারিও টেডেসকো জানিয়েছেন, ওই অঞ্চলে ভূগর্ভস্থ ফাঁটলের কারণে বারবার ভূমিকম্প হচ্ছে।

Others আন্তর্জাতিক শীর্ষ সংবাদ