জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় হোটেলের খাবার খেয়ে শিশুসহ অর্ধশতাধিক নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়েছেন।
সোমবার সরিষাবাড়ী পৌর এলাকার বাউসি পঞ্চপীর এলাকায় এই ঘটনা ঘটে। অসুস্থদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌর এলাকার বাউসি পঞ্চপীর বাজার মোড়ে লালু মিয়ার হোটেলে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত নাস্তা হিসেবে রুটি বিক্রি হয়। প্রতিদিনের মতো সোমবারও স্থানীয় লোকজন ওই হোটেলে নাস্তা হিসেবে রুটি খায়। কিন্তু হঠাৎ করে ওইদিন হোটেলের খাবার খেয়ে এলাকার ৫০ থেকে ৬০ জন শিশুসহ নারী-পুরুষ পেট ব্যাথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। একই সময়ে হোটেল মালিক লালু মিয়াও অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থদের মধ্যে সোমবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত শিশুসহ ৪৬ নারী-পুরুষ সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এছাড়া আরও কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
হোটেল মালিক লালু মিয়া জানান, দীর্ঘদিন ধরে হোটেলে নাস্তা হিসেবে রুটি বিক্রি করে আসছি। কোনওদিন এরকম ঘটনা ঘটেনি। হঠাৎ করে কেন এমন হল তা জানা নেই। এই রুটি খেয়ে তার পরিবারের অন্যান্য সদস্যসহ তিনি নিজেও অসুস্থ হয়েছেন বলে জানান।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহেদুর রহমান জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে লোকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে তার ধারণা।