বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা প্রবীণ আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টু বলেছেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনসহ সকল সাফল্য এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ ৭২ বছর যাবত গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সফলতার সাথে আন্দোলন করে আসছে। বর্তমানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি আজ জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত। এসকল অর্জন সম্ভব হয়েছে বাংলাদেশ পরিচালনার দায়িত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা রয়েছেন বলে। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের গণমানুষের জননন্দিত সংগঠন। এই সংগঠনে আমরা থাকাতে নিজেদের গৌরাম্বিত মনে করছি। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা মানবতার কল্যাণে কাজ করে আসছে।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে মঙ্গলবার (২২ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস মূলত বাঙালি জাতির ইতিহাস। বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতিকে বিশ্ব দরবারে সম্মানিত করেছে।
বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি মোঃ নাজমুল হকের সভাপতিত্বে ও মহাসচিব হুমায়ুন কবির মিজির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা এড. বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।