লকডাউন ঘোষণায় শিমুলিয়ায় মানুষের ঢল

লকডাউন ঘোষণায় শিমুলিয়ায় মানুষের ঢল

সারাদেশে কঠোর লকডাউনের সরকারি ঘোষণা আসার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে মানুষের ঢল নেমেছে। এরই মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের জেলা ছেড়ে দক্ষিণাঞ্চলের গ্রামের বাড়িতে ছুটতে শুরু করেছে মানুষ।

শনিবার সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রী, ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ির চাপ বেড়েছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই হাজার হাজার মানুষ ফেরিতে গাদাগাদি করে পাড়ি দিচ্ছে পদ্মা।

শিমুলিয়া ঘাটে ফেরিতে যাত্রীদের উভয়মুখী ভিড়। যাত্রীরা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছেন। ফেরিতে গাদাগাদি করে দাঁড়িয়ে যাচ্ছেন। অনেকের মুখে মাস্ক নেই। আবার যারা মাস্ক পরেছেন, তাদের অনেকের থুতনিতে ঝুলছে মাস্ক।

শাটডাউনের খবর শুনেই রাজধানী ছাড়ার হিড়িক

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘শিমুলিয়া-বাংলাবাজার রুটে এখন ১৪টি ফেরি সচল রয়েছে। লকডাউনের নিয়ম অনুযায়ী ফেরিতে শুধু রোগী বহনকারী গাড়ি এবং জরুরি পণ্য পরিবহণের গাড়ি ছাড়া সবকিছু পারাপারে নিষেধাজ্ঞা রয়েছে।

সম্প্রতি করোনাভাইরাসের সংক্রম

শীর্ষ সংবাদ সারাদেশ