ঢাকা থেকে ইত্তেহাদের সব ফ্লাইট ২১ শে জুলাই পর্যন্ত বন্ধ

ঢাকা থেকে ইত্তেহাদের সব ফ্লাইট ২১ শে জুলাই পর্যন্ত বন্ধ

আবুধাবি ভিত্তিক বিমান সংস্থা ইত্তেহাদ এয়ারওয়েজ বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা সংক্রান্ত নিষেধাজ্ঞা আরও ৩ সপ্তাহ বাড়িয়েছে। এক টুইট বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছেন, চলমান বিধিনিষেধের কারণে বাংলাদেশ  ছাড়াও ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা থেকে ইত্তেহাদের সব ফ্লাইট বন্ধ থাকছে আগামী ২১শে জুলাই পর্যন্ত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্টে নিষেধাজ্ঞার আওতাধীন ওই চার রাষ্ট্রকে করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টের সর্বোচ্চ ঝুঁকিতে থাকার কথা উল্লেখ রয়েছে। এপ্রিলের শেষের দিকে সর্বপ্রথম ভারত থেকে ফ্লাইট বন্ধ করে ইত্তেহাদ। আর গত ২১ শে মে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে প্রতিষ্ঠানটি ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে। মে মাস থেকে নেপালের সঙ্গেও ফ্লাইট বন্ধ ছিল ইত্তেহাদের। তবে সর্বশেষ নোটিশে নেপালের সঙ্গে ফ্লাইট যোগাযোগের বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

Others আন্তর্জাতিক শীর্ষ সংবাদ