করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। এরইমধ্যে শুরু হয়ে গেছে বর্ষাকাল। বেড়েছে মশার উপদ্রপ। মশা তাড়ানোর জন্য যেসব কয়েল বা ওষুধ ব্যবহার করা হয় তা শরীরের জন্য ভালো না। জেনে নিন মশা তাড়ানোর ৫টি প্রাকৃতিক উপায়।
১. মশা তাড়াতে অসাধারণ কাজ করে নিম তেল। নিমের গন্ধে দূরে থাকে মশা। তাই নিম তেল ও নারকেল তেলের মিশ্রণ সারা শরীরে লাগিয়ে নিলে মশার কামড় থেকে রেহাই পাবেন।
২. নিমের মতোই প্রয়োজনীয় তুলসিও। যে ঘুরে ঘুমান তার বাইরে জানালার পাশে যদি তুলসি গাছ লাগান তাহরে ঘরে মশা ঢুকবে না। আপনার ঘুম হবে শান্তির।
৩. মশা দূরে রাখার জন্য লেবু তেল ও ইউক্যালিপটাস তেলের মিশ্রণ ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ শরীরে লাগালে মশা কামড়াবে না, সেই সাথে অন্যান্য সংক্রমণ থেকে মুক্তি পাবেন।
৪. মশা তাড়ানোর উপাদানের পরিবর্তে ওষুধের মূল উপাদান কর্পূর ব্যবহার করুন। মশা তাড়াকে অব্যর্থ কর্পূর।
৫.মশা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রসুন। কয়েক কোয়া রসুন পানিতে ফুটিয়ে রাখুন। এবার সেই পানি ঘরে ছিটিয়ে দিন। মশা দূরে থাকবে।