দেশে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত সাতদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৫৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রতিদিনই শতাধিক মৃত্যু হচ্ছে। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
৩ জুলাই মারা যাওয়া ১৩৪ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৩৯ জন। এছাড়া ঢাকা বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, ময়মনসিংহ বিভাগে চারজন, সিলেট বিভাগে একজন ও বরিশালে তিনজন মারা গেছেন।
বিনা কারণে বের হওয়ায় আটক ৬২১ জন
২ জুলাই মারা ১৩২ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৩৫ জন, ঢাকায় ৩০ জন, চট্টগ্রাম ও রাজশাহীতে ২৪ জন করে, সিলেটে ২ জন, রংপুরে ৯ জন, ময়মনসিংহে ৬ ও বরিশালে দুইজন মারা গেছেন।
১ জুলাই মারা যাওয়া ১৪৩ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬ জন। এছাড়া ঢাকায় ৩৫ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে ১৯ জন, সিলেটে সাতজন, রংপুরে ১০ জন, ময়মনসিংহে তিনজন ও বরিশালে আটজন মারা গেছেন।
৩০ জুন মারা যাওয়া ১১৫ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৩০ জন, ঢাকায় ১৭ জন, চট্টগ্রামে ২৩ জন, রাজশাহীতে ২৩ জন, সিলেটে তিনজন, রংপুরে ১১ জন, ময়মনসিংহে ছয়জন ও বরিশালে দুইজন মারা গেছেন।
২৯ জুন মারা যাওয়া ১১২ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৩৫ জন, ঢাকায় ২২ জন, চট্টগ্রামে ১৬ জন, রাজশাহীতে ২১ জন, সিলেটে একজন, রংপুরে ১০ জন, ময়মনসিংহে চারজন ও বরিশালে তিনজন মারা গেছেন।
টানা ৭ দিন করোনায় শতাধিক মৃত্যু
২৮ জুন মারা যাওয়া ১০৪ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৩৫ জন, ঢাকায় ২৭, চট্টগ্রামে ১৯ জন, রাজশাহীতে ৭ জন, রংপুরে ৯ জন, ময়মনসিংহে ৫ জন ও বরিশালে ২ জন মারা গেছেন।
২৭ জুন মারা যাওয়া ১১৯ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৩২ জন, ঢাকায় ২৪, রাজশাহীতে ২২, সিলেট ৫, রংপুরে ৯ জন করে, ময়মনসিংহে ৩ জন ও বরিশালে ২ জন মারা গেছেন।