বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অনিয়ম অনুসন্ধানে দুই সদস্যের কমিটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৮ জুলাই) সংস্থাটির একটি দায়িত্বশীল সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, একজন সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালককে সদস্য করে ইভ্যালির অনিয়ম অনুসন্ধানে কমিটি গঠন করা হয়েছে। কমিটি শিগগিরই তাদের কাজ শুরু করবে।
এর আগে, গ্রাহকের কাছ থেকে অর্থ নিয়ে সময়মতো পণ্য সরবরাহ না করাসহ নানা অভিযোগে ইভ্যালির বিরুদ্ধে মামলার সুপারিশ করে দুদক। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ‘ইভ্যালি ডটকমের চলতি সম্পদ দিয়ে মাত্র ১৬.১৪ শতাংশ গ্রাহককে পণ্য সরবরাহ করতে পারবে বা অর্থ ফেরত দিতে পারবে। বাকি গ্রাহক এবং মার্চেন্টের পাওনা পরিশোধ করা ওই কোম্পানির পক্ষে সম্ভব নয়। এছাড়া গ্রাহক ও মার্চেন্টদের কাছ থেকে নেওয়া ৩৩৮.৬২ কোটি টাকার কোনো হদিস খুঁজে পাওয়া যাচ্ছে না, যা আত্মসাৎ কিংবা অবৈধভাবে অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কা রয়েছে।’
এছাড়া, অন্তত পাঁচটি ব্যাংক ইভ্যালিসহ ১১টি ই-কমার্স কোম্পানির সঙ্গে কার্ডে লেনদেন থেকে গ্রাহকদের বিরত থাকতে বলেছে।