সাভার প্রতিনিধি
সাভারে ঈদে ঘরমুখো মানুষের চাপে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে রাজধানীতে আশা কুরবানীর পশু ট্রাকসহ ছোট-বড় সব পরিবহন । এতে চরম দুর্ভোগে পড়েছে লাখো মানুষ।
শুক্রবার (১৬ জুলাই) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত দীর্ঘ ১৭ কিলোমিটার ও নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত দীর্ঘ ১৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মিলিয়ে দুই সড়কে প্রায় ৩৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সাভার ট্রাফিক ইনচার্জ (টিআই) আব্দুস সালাম বলেন, ঈদ আসলে সড়কে যানজট বেড়ে যায় এতে আমাদের কিছু করার নেই। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে। আজ থেকে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।