নিজস্ব প্রতিবেদক
প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সার্জিক্যাল মার্কেট নামে পরিচিত গফুর টাওয়ারে আজ সোমবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে আগুন লাগে। ছয়তলা থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় মার্কেটে কোনো লোকজন ছিলেন না।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছিল, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।