নিউইয়র্ক টাইমসের সে প্রতিবেদনে বলা হয়, তাঁরা দুজন অনেকবার দেখা করেছেন এবং গেটস ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে এপস্টিনের বৈঠকে দাতব্য কাজে তহবিল গঠন নিয়েই কথা হয়। তবে বৈঠকগুলো এপস্টিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পর হয়েছে। নতুন সাক্ষাৎকারে বিল গেটস স্বীকার করেছেন, তাঁর সঙ্গে বৈঠকে এপস্টিনের গ্রহণযোগ্যতা বেড়েছে, যা ছিল বড় ভুল।
মেলিন্ডার সঙ্গে বিয়ের পর মাইক্রোসফটের এক নারী সহকর্মীর সঙ্গে সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করা হলে বিল গেটস বলেন, সবারই অনুশোচনা আছে তবে সেসব পেছনে ফেলে কাজের মাধ্যমে এগিয়ে যেতে হবে।
এপস্টিনের সঙ্গে বৈঠক নিয়ে মেলিন্ডার সঙ্গে মনোমালিন্য হয় বিল গেটসের। সম্প্রতি তাঁদের বিচ্ছেদ সম্পন্ন হয়। তবে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে তাঁরা একসঙ্গেই কাজ করে যাবেন বলে জানিয়েছেন। আর যদি একসঙ্গে কাজ করতে না চান, তবে দুই বছর পর ফাউন্ডেশনের কাজ ছাড়তে পারবেন মেলিন্ডা।