টেলিকমের পর তথ্যপ্রযুক্তি সেবাও অন্তর্ভুক্ত হলো জরুরি সেবার। ফলে এখন থেকে লকডাউনেও কম্পিউটার হার্ডওয়্যার ও প্রযুক্তি সল্যুশন দেওয়ার বাধা কাটল। তবে এটা স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এ সেবার অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশ কম্পিউটার সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ বিষয়ে নির্দেশনা দিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
আদেশে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী চলমান লকডাউনে কম্পিউটার হার্ডওয়্যার পণ্য সরবরাহ এবং সেবা দিতে প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে পারবে। তবে দোকান খোলা রাখার কোনো অনুমতি দেওয়া হয়নি। একই সঙ্গে মোবাইল সেবা বিষয়েও কোনো নির্দেশনা দেওয়া হয়নি এ চিঠিতে। শুধু বলা হয়েছে, ‘মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৩ জুলাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি/অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবে মর্মে নির্দেশনা দেওয়া হলো।