সম্পদের তথ্য জানাতে পাঁচ দিনের সময় দেয়া হলো ইভ্যালিকে

সম্পদের তথ্য জানাতে পাঁচ দিনের সময় দেয়া হলো ইভ্যালিকে

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে নিজস্ব সম্পদের তথ্য জানাতে ৫ দিন সময় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত এ বিষয়ক কমিটি। এছাড়া প্রতিষ্ঠানটির গ্রাহকদের কাছে দেনার তথ্য জানাতে ৭ দিন এবং মার্চেন্টদের কাছে দেনার তথ্য জানাতে ২১ দিন সময় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। বুধবার কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল এ বিষয়ে ইভ্যালিকে চিঠি দেয়া হবে। চিঠি পাঠানোর দিন থেকে সময় হিসেব করবে কমিটি।
এর আগে গত ১৯ জুলাই ইভ্যালির বিরুদ্ধে কেন আইনী ব্যবস্থা নেয়া হবে না তার কারণ দর্শানোর নোটিশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ইভ্যালিকে ওই নোটিশের জবাব দিতে ১ আগষ্ট পর্যন্ত সময় দেয়া হয়েছিলো। কিন্তু ইভ্যালি নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিয়ে ৬ মাস সময় চেয়ে আবেদন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল। আবেদনে রাসেল বলেছেন, বাংলাদেশ ব্যাংকের তদন্তের সময়ে সময় স্বল্পতার কারণে সকল তথ্য সরবরাহ করা সম্ভব হয়নি।

ফলে প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র ওই তদন্তে উঠে আসেনি। এখন তিনি একটি নিরপেক্ষ নিরীক্ষকের মাধ্যমে কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুত ও ভ্যালুয়েশন করে উপস্থাপন করতে চান। এজন্য ৬ মাস সময় প্রয়োজন। ওই আর্থিক বিবরণীতে কোম্পানির মোট সম্পদ, দেনার পরিমানসহ যাবতীয় তথ্য থাকবে।
এরপর ইভ্যালি বিষয়ে করণীয় ঠিক করতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে প্রধান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়। যেখানে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধিরা রয়েছেন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেলের প্রধান হাফিজুর রহমানও এই কমিটির সদস্য। বুধবার কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানেই এ সিদ্ধান্ত হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইভ্যালির বিরুদ্ধে ক্রেতার থেকে আগাম টাকা নিয়ে সময়মত পণ্য সরবরাহ না করা এবং মার্চেন্টদের পাওনা পরিশোধ না করার অভিযোগ ওঠে। তার প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ইভ্যালিতে তদন্ত করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করে। কেন্দ্রীয় ব্যাংক তদন্ত করে গত ১৬ জুন প্রতিবেদন জমা দেয় বাণিজ্য মন্ত্রণালয়ে।

তথ্য প্রুযুক্তি