নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর পর্যন্ত ছাড় দেওয়া শুল্ক হারে চাল আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চাল আমদানির জন্য খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করার পর আবেদনকারী প্রতিষ্ঠানকে আমদানির পরিমাণ নির্ধারণ করে দেওয়া হবে। সে অনুযায়ী প্রতিষ্ঠানটি চাল আমদানি করবে। গত অর্থবছরে তিন শতাধিক প্রতিষ্ঠানকে প্রায় ১০ লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছিল খাদ্য মন্ত্রণালয়।
চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুল্ক কমানোর অনুমোদন দেওয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ড প্রজ্ঞাপন প্রকাশ করায় আগামী সপ্তাহ থেকে আমদানির অনুমতি চেয়ে আবেদন নেবে খাদ্য মন্ত্রণালয়।
জানা গেছে, অক্টোবরে আমন ধান উঠবে। এ কারণে অক্টোবরের মধ্যেই ছাড়ের শুল্কে চাল আমদানির প্রক্রিয়া শেষ করতে চায় সরকার।