নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য মন্ত্রণালয় ইভ্যালির কাছে গ্রাহকদের দেনা পরিশোধসহ যেসব প্রশ্নের উত্তর চেয়েছিল আগামী তিন সপ্তাহের মধ্যে সেগুলোর উত্তর না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার বিকেলে ইভ্যালির বিষয়ে সিদ্ধান্ত নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত আন্তমন্ত্রণালয় কমিটির বৈঠকে প্রতিষ্ঠানটিকে তিন সপ্তাহের সময় দেওয়ার সিদ্ধান্ত আসে। বৈঠক শেষে ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাফিজুর রহমান এ তথ্য জানান।
হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ইভ্যালি কীভাবে গ্রাহকদের দেনা পরিশোধ করবে এবং তাদের আয় ব্যয়ের সার্বিক তথ্য জানাতে আমরা চিঠি দিয়েছিলাম। কিন্তু ৩১ জুলাই চিঠি পাঠিয়ে ইভ্যালি জানায়, সমস্ত তথ্য দিতে তাদের ছয় মাস সময় লাগবে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ইভ্যালির বিষয়ক কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ছয় মাস নয়, তাদের তিন সপ্তাহ সময় দেওয়া হবে। এর মধ্যে জবাব না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, কমিটি সদস্যরা আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
তিন সপ্তাহের সময় পাওয়া প্রসঙ্গে ইভ্যালির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, থার্ড পার্টি দিয়ে অডিট করিয়ে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশ্নগুলোর জবাব দিতে চেয়েছিলাম। এ জন্য ছয় মাস সময় চাওয়া হয়েছিল। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় তিন সপ্তাহ সময় দিয়েছে এটা আমাদের আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি। আনুষ্ঠানিকভাবে জানার পর আমরা পরবর্তী পদক্ষেপ নেব।