কাবুল বিমানবন্দর বন্ধ ঘোষণা

কাবুল বিমানবন্দর বন্ধ ঘোষণা

আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করা না হলেও পুরো আফগানিস্তান এখন তালেবানের নিয়ন্ত্রণে। চলছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। এর মধ্যেই বিদেশিদের পাশাপাশি আফগানদেরও দেশ ছাড়ার হিড়িক পড়েছে। এতে দেশটির কাবুল বিমানবন্দরে ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। পরিস্থিতি সামলাতে ফাঁকা গুলিও ছুড়েছেন নিজের দেশের নাগরিকদের উদ্ধার করতে আসা মার্কিন সেনারা। উদ্ভূত পরিস্থিতিতে বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার আজ সোমবার সকালে এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফিরিয়ে নিতে এসেছে মার্কিন সেনারা। বিমানবন্দরে পরিস্থিতি সামাল দিতে তারা ফাঁকা গুলি ছুড়েছে। সব কিছু মিলিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ কাবুল বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে। সাংবাদিকদের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। লুটপাট ও অপহরণ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দয়া করে কেউ বিমানবন্দরে আসবেন না।বিস্তারিত

আন্তর্জাতিক