ডেঙ্গি রোগী বাড়ছে, হাসপাতালে ১১৯০ জন

ডেঙ্গি রোগী বাড়ছে, হাসপাতালে ১১৯০ জন

করোনার উদ্ভূত পরিস্থিতির মধ্যে দেশে ডেঙ্গি জ্বর হানা দিয়েছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারা দেশে মোট ১ হাজার ১৯০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই ঢাকার।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ২২১ জন ডেঙ্গি রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২১২ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ৯ জন রোগী রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য আরও বলছে, এখন পর্যন্ত মোট ১ হাজার ১৯০ জন ডেঙ্গি রোগী ঢাকা ও ঢাকার বাইরের বিভ্ন্নি হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ১০৯৪ জন ঢাকার ও ৯৬ জন অন্যান্য বিভাগের।বিস্তারিত

স্বাস্থ্য