ধেয়ে আসছে বন্যা

ধেয়ে আসছে বন্যা

করোনাকালে একের পর এক সমস্যা যেন লেগেই আছে। করোনায় মৃত্যু-আক্রান্ত শঙ্কা ও লকডাউনে বিপর্যস্ত জনজীবনে নতুন আরেক উদ্বেগের নাম বন্যা। দেশের একাধিক নদ-নদীর পানি বাড়ায় দেশের নদী সংলগ্ন অঞ্চলের দিকে ধেয়ে আসছে বন্যা।

আজ শুক্রবার পদ্মা, যমুনা ও তিস্তা নদীর পানি একাধিক পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে শুরু করেছে। এ ছাড়া দেশের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা আছে। গতকাল বৃহস্পতিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা ব্যতীত দেশের সব প্রধান নদ-নদীর পানি বাড়ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বাড়তে পারে এবং অববাহিকাভুক্ত নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় রাজবাড়ী ও ফরিদপুর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় যমুনা নদী মথুরা ও আরিচা পয়েন্টে এবং পদ্মা নদী সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।বিস্তারিত

Others