শেখ হাসিনার গাড়ি বহরে ‘হামলাকারী’ গ্রেপ্তার

শেখ হাসিনার গাড়ি বহরে ‘হামলাকারী’ গ্রেপ্তার

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশের গণমাধ্যম ও গণসংযোগ শাখা থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়ে।

তাকে কোথায় থেকে, কখন গ্রেপ্তার করা হয় এবং তার নাম-পরিচয় জানানো হয়নি ওই ক্ষুদে বার্তায়।

এতে বলা হয়, আগামীকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরায় একজন মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে হাসপাতালে দেখে মাগুরায় ফিরে যাচ্ছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। কলারোয়ায় পৌঁছতেই সড়কে একটি বাস আড় করে দিয়ে তার পথরোধ করা হয়।বিস্তারিত

রাজনীতি