ফেনীর সোনাগাজীতে ভূমি বিরোধের জেরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাইনুল হকের (২৭) হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ ও সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার দুপুরে সোনাগাজী সদর ইউনিয়নের থাকখোয়াজের লামছিতে মাইনুল হকের মালিকীয় মৎস্য খামারে এ ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তের পরিবার জানায়, সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের মইন উদ্দিন মিজি বাড়ির মাহমুদল হক ছুট্টুর ছেলে, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাইনুল হক গংদের সঙ্গে তার জেঠা মৃত গোলাম মাওলার ছেলে, স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল মাওলা গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাইনুল হক তার মালিকীয় মৎস্য খামারে যান। সেখানে আগে থেকে ওঁৎপেতে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল মাওলা, তার ভাই ইকবাল মাওলা, জাফর মাওলা, মো.সুজন মাওলা ও তাদের ৪-৫ ভাড়াটে সন্ত্রাসী মাইনুল হকের ওপর হামলা করে। তাকে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ডান হাত ও পা ভেঙে দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘মারামারির সংবাদ পেয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবে পুলিশ।’
আহত ছাত্রদল নেতার বড় ভাই অ্যাডভোকেট হাসান মাহমুদ মামুন জানান, উল্লেখিত প্রতিপক্ষ ও তাদের ভাড়াটে সন্ত্রাসীরা ইতিপূর্বে তার বয়োবৃদ্ধ বাবার ওপরও হামলা করেছিল। সে মামলা আদালতে বিচারাধীন রয়েছে।