ডেসটিনি যুবক ইউনিপের পথেই এসসিপি ই-ভ্যালি ই-কমার্সের প্রতি অবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, বুকিং মানি হিসেবে অগ্রিম টাকা নিয়েছে

ডেসটিনি যুবক ইউনিপের পথেই এসসিপি ই-ভ্যালি ই-কমার্সের প্রতি অবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, বুকিং মানি হিসেবে অগ্রিম টাকা নিয়েছে

জাফর আহমদ

প্রযুক্তি ব্যবহার করে ই-কমার্স বিকশিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু কিছু ই-কমার্স কোম্পানির অনৈতিক কার্যক্রমের কারণে শুরুতেই ই-কমার্সের ওপর মানুষের অবিশ্বাস আর অনাস্থা তৈরি হয়েছে। ই-ভ্যালি, ই-অরেঞ্জ, এসসিপি ও আলেশা মার্টের প্রতারণায় অর্ধলক্ষাধিক মানুষ তাদের টাকা খুইয়েছেন। এ বিষয়টি ই-কমার্সের প্রতি অবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

ই-ভ্যালির কাছে প্রায় দুই লাখ গ্রাহকের প্রায় ৩১১ কোটি টাকা আটকে গেছে। ই-অরেঞ্জে দেড় লাখ গ্রাহকের ৪৫০ কোটি টাকা। ২২ লাখ গ্রাহক এসসিপিতে ৬০০ কোটি টাকা দিয়ে প্রতারিত হয়েছে। আটকে গেছে আলেশা মার্টেও। এসব গ্রাহক পণ্য কেনার জন্য অগ্রিম টাকা দিয়ে অনিশ্চয়তায় পড়েছে। অন্যদিকে বিকাশমান তথ্য প্রযুক্তিরনির্ভর ই-কমার্স সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়েছে। ই-কমার্স কোম্পানিগুলোর নির্বাহীদের জেলে ঢোকালেও কোম্পানির কাছ থেকে আপাতত টাকা ফেরত পাওয়ার কোনো আশা জাগছে না।বিস্তারিত

অর্থ বাণিজ্য তথ্য প্রুযুক্তি