ডিজিটাল মুদ্রার পরীক্ষামূলক ব্যবহারে চার কেন্দ্রীয় ব্যাংক

ডিজিটাল মুদ্রার পরীক্ষামূলক ব্যবহারে চার কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বের সবচেয়ে পুরনো আর্থিক প্রতিষ্ঠানের নাম দ্য ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট (বিআইএস)। প্রতিষ্ঠানটি মূলত আন্তর্জাতিক আইনের পৃষ্ঠপোষকতায় কাজ করে। এবার সীমান্তবহির্ভূত লেনদেনকে সহজ করতে ডিজিটাল মুদ্রার ব্যবহার পরীক্ষা করে দেখছে সুইজারল্যান্ডভিত্তিক বিআইএস। এজন্য অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে জোট গঠন করেছে সংস্থাটি। যে ডিজিটাল মুদ্রার কথা বলা হচ্ছে, তার নাম দেয়া হয়েছে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সিজ (সিবিডিসি)।

দ্য ন্যাশনালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রজেক্ট ডানবার নামে নতুন একটি উদ্যোগের অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর বৈশ্বিক প্রধানদের সমন্বয়ে সীমান্তবহির্ভূত লেনদেনের জন্য প্রটোটাইপ ধরনের প্লাটফর্ম তৈরি করা হবে। এটি সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সিজের (সিবিডিএস) মাধ্যমে লেনদেন করবে।বিস্তারিত

অর্থ বাণিজ্য আন্তর্জাতিক তথ্য প্রুযুক্তি