দেশের বিভিন্ন বিআরটিএ, পাসপোর্ট অফিস ও সরকারি হাসপাতালগুলোতে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, সকাল থেকে সারাদেশে একযোগে অভিযান শুরু হয়েছে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন এই অভিযান পরিচালনা করছে। পাসপোর্ট অফিস, বিআরটিএ কার্যালয় ও সরকারি হাসপাতালসহ যেখানেই দালালদের দৌরাত্ম্য আছে সেখানেই অভিযান পরিচালনা করছে র্যাব। অভিযানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
ইতোমধ্যে ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও পাসপোর্ট অফিসে দালালদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫৩ জনকে আটক করেছে র্যাব।যাদের মধ্যে একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।বিস্তারিত