হাউস পার্টিতে ‘স্টাফ’ নামে চলছে আইসের কারবার

হাউস পার্টিতে ‘স্টাফ’ নামে চলছে আইসের কারবার

এস এম আজাদ

‘নো পিল, নিউ ফিল চাই। বরফ আছে? হ্যাভ স্টাফ?’—কথিত হাউস পার্টির নামে ভাড়া ফ্ল্যাটে নেশার জগতে মিলিত হওয়ার আগে একজন আরেকজনকে মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে এমন মেসেজ দেন। অপর প্রান্ত থেকে উচ্চবিত্ত পরিবারের বিপথগামী এক যুবক জবাব দেন—‘ইয়েস, হ্যাভ’।

ইন্টারনেটে এভাবেই চ্যাটিংয়ের মাধ্যমে স্টাফ ও বরফ বলে ডাকা হচ্ছে নতুন মাদক ক্রিস্টাল মেথ বা আইসকে। সংশ্লিষ্ট ব্যক্তিরা ইয়াবাকে বলছেন kalerkanthoপিল। রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা ও উত্তরায় হাউস পার্টির আড়ালে উচ্চবিত্ত পরিবারের বিপথগামী শতাধিক তরুণ-তরুণীকে ঘিরে চলছে এই কারবার। ‘স্টাফ’ কারবারে এই গ্যাং গ্রুপে অন্তত ২০ জন আছেন, যাঁরা আইস সংগ্রহ করে বিক্রি করছেন।বিস্তারিত

অপরাধ