জয়নাল আবেদিন: কভিড-১৯ মহামারিতে অর্থনৈতিক ঝুঁকি সামলাতে ঘোষণা করা হয়েছে প্রণোদনা প্যাকেজ। প্রথম পর্যায়ে এক লাখ ২৮ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেও পরে আরও বাড়ানো হয়েছে। কিন্তু ব্যাংক ঋণভিত্তিক এসব প্যাকেজ বাস্তবায়নে সব ব্যাংক সমান গুরুত্ব দিচ্ছে না। ক্ষুদ্রঋণ বিতরণের ক্ষেত্রে কয়েকটি ব্যাংকের অনীহা চোখে পড়ার মতো। সম্প্রতি ব্যাংকগুলোকে হুশিয়ারিমূলক চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
কভিডকালে সরকার নির্দেশিত প্রণোদনা ঋণ সফলভাবে বিতরণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের স্বীকৃতি পেয়েছে ১৭ প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ১৩টি ব্যাংক ও চারটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। অন্যদিকে ১৬টি প্রতিষ্ঠানকে চিঠি পাঠিয়ে ঠিকমতো প্রণোদনা ঋণ বিতরণ না করার ব্যাখ্যা তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক।
যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে তাদের মধ্যে রয়েছে জনতা, হাবিব, উরি, আইএফআইসি, মেঘনা, ন্যাশনাল, এনসিসি, এনআরবি, পূবালী, সীমান্ত, আল-আরাফাহ্ ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও স্ট্যান্ডার্ড ব্যাংক। নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অগ্রণী এসএমই এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।বিস্তারিত