জিয়াদুল ইসলাম
রপ্তানি বাণিজ্য উত্সাহিত করতে সরকারের নগদ সহায়তার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও জালিয়াতি হচ্ছে। পণ্য রপ্তানি না করে ভুয়া ও জাল সনদ দাখিল করে অর্থ তুলে নেওয়ার ঘটনা ঘটছে। বাণিজ্যিক ব্যাংক ও বেসরকারি অডিট ফার্মের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে নগদ সহায়তা হাতিয়ে নিচ্ছেন এক শ্রেণির ব্যবসায়ীরা। যেসব শর্তে নগদ সহায়তা পাওয়ার কথা, তা অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না।
নগদ সহায়তার ওপর মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) কার্যালয়ের অধীন সিভিল অডিট অধিদপ্তরের ২০২১ সালের অডিট ইন্সপেকশন রিপোর্টে (এআইআর) মাত্র ১০টি ব্যাংকের ৩৭টি শাখায় প্রায় আড়াই হাজার কোটি টাকার অনিয়ম চিহ্নিত হয়েছে। এর মধ্যে চামড়া, কৃষি, পাট, বস্ত্র, প্রাণিজসম্পদ, হিমায়িত মত্স্য এবং গরুর নাড়িভুঁড়ি রপ্তানিতে অন্তত ২৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম, জালিয়াতি ও কারসাজি করে ৭৫০ কোটি টাকা তুলে নেওয়ার তথ্য উঠে এসেছে। এর বাইরে কর এবং পদ্ধতিগত অনিয়ম হয়েছে। এ তালিকায় প্রাণ-আরএফএল ও এপেক্স গ্রুপের মতো নামিদামি প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া রয়েছে বে গ্রুপ, হ্যামকো, সোনিক প্রাইম ও হাসান গ্রুপের মতো প্রতিষ্ঠািই।বিস্তারিত