রানার কোথায়, কত সম্পদ?

রানার কোথায়, কত সম্পদ?

বনানী থানার সদ্য বরখাস্ত হওয়া পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ  মোটেও যেনতেন অভিযোগ নয়। পুলিশের ইউনিফর্ম গায়ে পরার পর থেকে অবৈধভাবে শত শত কোটি টাকা কামিয়েছেন তিনি। ব্যবসা প্রতিষ্ঠানের নামে আত্মসাৎ করেছেন গ্রাহকের কয়েকশ’ কোটি টাকা। মাত্র কয়েক বছরের মাথায় গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। শুধু দেশেই নয়, এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশে বড় অঙ্কের বিনিয়োগ করে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন পুলিশের এই কর্মকর্তা। ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ই-অরেঞ্জের যাত্রা শুরু করে তার আর পেছনে তাকাতে হয়নি। বিএনপি সরকারের সময়ে অনিয়মের কারণে তিনি চাকরিচ্যুত হয়েছিলেন।

পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চাকরিতে ফিরেন তিনি। এরপর থেকেই টাকা কামাতে বেপরোয়া হয়ে ওঠেন তিনি।।বিস্তারিত

অপরাধ অর্থ বাণিজ্য তথ্য প্রুযুক্তি