ভর্তুকির সুদে সরকারের পকেট কাটছে ব্যাংক

ভর্তুকির সুদে সরকারের পকেট কাটছে ব্যাংক

শেখ আবু তালেব: বর্তমানে দেশের ব্যাংকগুলো বেসরকারি খাতে ঋণ দিচ্ছে সাত থেকে সর্বোচ্চ আট শতাংশ সুদে, অথচ প্রণোদনা ঋণ বিতরণ করছে ৯ শতাংশ সুদে। এ হিসাবেই সরকারের কাছ থেকে ভর্তুকি নিতে আবেদন করেছে ব্যাংকগুলো। এভাবে এক থেকে দেড় শতাংশীয় পয়েন্টের বেশি সুদ ব্যাংকগুলো ভর্তুকি নিচ্ছে সরকারের কাছ থেকে। এতে সরকারের পকেট থেকে চলে যাচ্ছে এক হাজার কোটি টাকার অতিরিক্ত সুদ।

বিশ্লেষকরা বলছেন, বাজারদরের চেয়ে বেশি সুদহার নির্ধারণ করায় সরকারকে অতিরিক্ত সুদ ভর্তুকি দিতে হচ্ছে। এতে ব্যাংকগুলো লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার।

বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পাওয়া গেছে এমন তথ্য। বিশ্লেষকরা পরামর্শ দিয়েছেন, বাজার অনুযায়ী সুদহার সমন্বয় করার। এতে ব্যাংকগুলো তার বিতরণ করা সর্বোচ্চ ঋণ সুদহার অনুযায়ী সরকারের কাছ থেকে ভর্তুকি নিতে পারবে। ফলে প্রণোদনা প্যাকেজ যেমন বাস্তবায়িত হবে, তেমনি সরকারের রাজস্বও সাশ্রয় হবে।বিস্তারিত

অর্থ বাণিজ্য