যুদ্ধাপরাধী ও আগুনসন্ত্রাসের সিন্ডিকেট দেশ-বিদেশে বসে বাংলাদেশবিরোধী ভয়ংকর তৎপরতায় নেমেছে। বিশাল অর্থ ব্যয়ে ভাড়া করা হয়েছে সাইবার সন্ত্রাসী গোষ্ঠী। আইন প্রয়োগকারী সংস্থা তাদের চিহ্নিত করার পরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। প্রযুক্তির অপব্যবহার করে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধু পরিবার, সরকার, বিচার বিভাগ ও দেশের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে ওইসব চিহ্নিত সাইবার অপরাধী চক্র। কোনো ধরনের জবাবদিহি না থাকায় বেপরোয়াভাবে প্রতিনিয়ত বিষবাষ্প ছড়াচ্ছে তারা। দুই মন্ত্রণালয়ের দায়সারা অবস্থানের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে জবাবদিহির আওতায় আনা যাচ্ছে না। বাস্তবায়ন হচ্ছে না হাই কোর্টের নির্দেশনাও।বিস্তারিত