কানাডার সংসদ নির্বাচন আজ: কে হচ্ছেন প্রধানমন্ত্রী?

কানাডার সংসদ নির্বাচন আজ: কে হচ্ছেন প্রধানমন্ত্রী?

সৈকত রুশদী, টরন্টো থেকে

কানাডার কেন্দ্রীয় আইনসভার নির্বাচন আজ। আইনসভার নিম্ন পরিষদ হাউস অব কমন্সের ৪৪তম নির্বাচন এটি।

এবারের এই নির্বাচনে হাউস অব কমন্সের ৩৩৮ আসনের জন্য প্রতিদ্বন্দ্বী ২০১০ জন। এর মধ্যে নির্বাচন কমিশন ‘ইলেকশনস কানাডা’য় নিবন্ধিত ২২ দলের প্রার্থী ১৯১৯ জন। আর দলবিহীন স্বতন্ত্র প্রার্থী ৯১ জন।

আজ সোমবার সারা দিন ধরে কানাডাজুড়ে ভোটগ্রহণ করা হবে। মোট ভোটারের সংখ্যা সুনির্দিষ্ট করে জানানো হয়নি। ভোটগ্রহণের শেষ সময় পর্যন্ত ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির সুযোগ থাকার কারণে।

মোট প্রায় তিন কোটি ৮০ লাখ জনসংখ্যার এই দেশে ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সি নাগরিকের প্রত্যেকেই ভোট দেওয়ার জন্য বৈধ।

আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কানাডা চারটি সময় জোনে বিভক্ত। সে কারণে ১০টি প্রদেশ ও তিনটি টেরিটরিতে ভোটগ্রহণের সময়ও ভিন্ন।

সবচেয়ে জনবহুল সেই অন্টারিওতে ভোটগ্রহণ করা হবে সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বিরতিহীনভাবে।বিস্তারিত

আন্তর্জাতিক