দূর্গা পূজা উপলক্ষে ভারতে ২ হাজার ৮০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের একটি পত্রের মাধ্যমে ৫২টি প্রতিষ্ঠানকে এ অনুমতি দেয়া হয়েছে। এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রপ্তানির বিষয়ে পাওয়া আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্ত সাপেক্ষে ৫২টি প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ (৪০ টন করে) ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হল। ৫২টি প্রতিষ্ঠান ৪০ টন করে মোট ২ হাজার ৮০ টন ইলিশ রপ্তানি করতে পারবে। রপ্তানির শর্তে বলা হয়, অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি করা যাবে না। এ অনুমতির মেয়াদ আগামী ১০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে সরকার মৎস্য আহরণ ও পরিবহনের ক্ষেত্রে কোনো প্রকার বিধি-নিষেধ আরোপ করলে এবং তা কার্যকর হলে এ অনুমতির মেয়াদ সমাপ্ত হবে। আগামী ১১ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে দুর্গাপূজা।
শর্তে রপ্তানি নীতি ২০১৮-২০২১ এর বিধি-বিধান অনুসরণ করতে বলা হয়েছে। বাংলাদেশে জেলেদের জালে এবার ইলিশ কম ধরা পড়েছে। ফলে দাম এবার তুলনামূলক বেশি।