দেশজুড়ে আলোচিত ক্যাসিনো অভিযানের দুই বছরের উপরে রাজধানীর ক্লাবগুলো বন্ধ থাকলেও ধরন বদলে
মোবাইলফোনের বিভিন্ন অ্যাপে এখন চলছে জমজমাট অনলাইন জুয়ার আসর। আর এসব অনলাইন মোবাইল ক্যাসিনোর টাকা লেনদেন হয় বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এ ছাড়া জুয়ার টাকা বিভিন্ন মাধ্যম হয়ে চলে যায় দেশের বাইরে অবস্থান করা মূলহোতাদের হাতে। যারা এখনো ধরাছোয়ার বাইরে। এমনটাই জানিয়েছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের পাশাপাশি নিয়মিত সাইবার মনিটরিংয়ের মাধ্যমে অভিযান পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
সম্প্রতি রাজধানীতে গোয়েন্দা পুলিশের অভিযানে বিভিন্ন অ্যাপে জুয়া চক্রের একাধিক সদস্য গ্রেপ্তার হয়েছে। এ ছাড়া প্রায় ডজন খানিক জুয়াড়ি চক্র গোয়েন্দা নজরদারিতে রয়েছে বলে জানায় সূত্র।
গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনা মহামারির কারণে অনেকেই কাজ হারিয়ে মোবাইলফোনে অনলাইন জুয়া খেলে থাকেন। এ ছাড়া একটি বড় সংখ্যক মানুষ যারা একসময় রাজধানীর বিভিন্ন ক্লাবগুলোতে জুয়া খেলতেন এমন ব্যক্তিরাও এই অনলাইন জুয়ার দিকে ঝুঁকছেন। নাইন উইকেটস ডট কম, স্কাইফেয়ার এবং বেট৩৬৫সহ বিভিন্ন ধরনের অ্যাপ জুয়া খেলার জন্য জুয়াড়িদের কাছে বেশি জনপ্রিয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এক্ষেত্রে জুয়াড়ি প্রথমে তার নিজস্ব একটি ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন। এরপর দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে জুয়ায় অংশ নিতে পারেন।বিস্তারিত