ই-কমার্স প্রতিষ্ঠান প্রতারণা ও অর্থ লোপাট ঠেকাতে আইন হচ্ছে মতামত নিতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক আজ * ইভ্যালির কারসাজির প্রমাণ পেয়েছে প্রতিযোগিতা কমিশন

ই-কমার্স প্রতিষ্ঠান প্রতারণা ও অর্থ লোপাট ঠেকাতে আইন হচ্ছে মতামত নিতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক আজ * ইভ্যালির কারসাজির প্রমাণ পেয়েছে প্রতিযোগিতা কমিশন

মিজান চৌধুরী

প্রতারণা ও অর্থ লোপাট ঠেকাতে ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য পৃথক আইন হচ্ছে। আইন, স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়কে নিয়ে আইনের খসড়া তৈরি করবে বাণিজ্য মন্ত্রণালয়। আইন প্রণয়নের প্রাথমিক অংশ হিসাবে আজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সেখানে সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিত থাকার কথা রয়েছে। গ্রাহক এবং তাদের অর্থের নিরাপত্তা সর্বোচ্চ নিশ্চিত করা হবে এ আইনের মাধ্যমে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এ তথ্য।

বহুল আলোচিত অর্থ লোপাটকারী ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বাজার কারসাজির প্রমাণ পেয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। তদন্ত প্রতিবেদনের আলোকে ইভ্যালির বিরুদ্ধে শিগগিরই রায় দিতে পারে কমিশনের আদালত। তবে বাজারে বিরূপ প্রভাব সৃষ্টিকারী প্রতিযোগী আইন বিরোধী কার্যক্রম পরিচালনা করলে যে কোনো ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার ই-কমার্স প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম এ সতর্কতা জারি করেছেন।বিস্তারিত

তথ্য প্রুযুক্তি