চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ী মাঝিরঘাট রোডের প্রতিষ্ঠান মেসার্স লেমন্ড অ্যাপারেলস অ্যান্ড গার্মেন্টস লিমিটেড। তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানটি মাস্টার এলসির বিপরীতে বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল অবৈধভাবে অপসারণ, রপ্তানি চুক্তি জালিয়াতি ও ভুয়া রপ্তানি বিল তৈরি করে। এর মাধ্যমে তিন কোটি ১৭ লাখ ৬৮ হাজার টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলাসহ কারণ দর্শানোর নোটিস জারি করেছে চট্টগ্রাম বন্ড কমিশনারেট।
সূত্র জানায়, অভিযুক্ত প্রতিষ্ঠানটি আটটি চালানের বিপরীতে এসব শুল্ক ফাঁকি দিয়েছে। এর মাধ্যমে এক লাখ ৯৪ হাজার ১২৮ কেজি ফ্যাব্রিক্স অবৈধভাবে অপসারণ করেছে। এর আমদানি মূল্য দুই লাখ ১৩ হাজার ৩৩১ মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় শুল্কায়নযোগ্য মূল্য দাঁড়ায় তিন কোটি ৮৯ লাখ ১৩ হাজার ২৭২ টাকা, যার বিপরীতে সরকারি রাজস্ব আসে তিন কোটি ১৭ লাখ ৬৮ হাজার ৭৯৬ টাকা। অর্থাৎ ওই টাকার পুরোটাই রাজস্ব ফাঁকি দিয়েছে মেসার্স লেমন্ড অ্যাপারেলস অ্যান্ড গার্মেন্টস লিমিটেড।
প্রতিষ্ঠানটি এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড চট্টগ্রাম ওআর নিজাম রোড শাখায় ছয় লাখ ৭০ হাজার ৯৭৭ মার্কিন ডলার মূল্যের ৯টি এবং অগ্রণী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম নিউমার্কেট শাখা থেকে এক লাখ ২৩ হাজার ৪৮৬ মার্কিন ডলার মূল্যের দুটি রপ্তানি চুক্তি সরবরাহ করে, যা পরবর্তী সময়ে লিয়েন করা হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে ইমেইলে যোগাযোগ করা হলে ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের চুক্তি এবং তাদের মধ্যে কোনো ধরনের সমাঝোতা নেই বলে ইমেইলে নিশ্চিত করা হয়। এতে বোঝা যায়, চট্টগ্রামের মেসার্স লেমন্ড অ্যাপারেলস অ্যান্ড গার্মেন্টস লিমিটেড রপ্তানিকারক প্রতিষ্ঠানটি জালিয়াতির আশ্রয় নিয়ে এডি ব্যাংক শাখার কাছে ভুয়া রপ্তানি চুক্তি সরবরাহ করেছে।বিস্তারিত