নিজস্ব প্রতিবেদক
দেশে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছে। আবার কিছু বিশ্ববিদ্যালয় অনুমোদনহীন শিক্ষা প্রোগ্রাম চালায়, কিছু বিশ্ববিদ্যালয়ের রয়েছে অননুমোদিত ক্যাম্পাস। এসব বিষয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
আজ বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তিতে ইউজিসি বলেছে, দেশের ২৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কারও মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছে, কেউ কেউ আদালতের স্থগিতাদেশে পরিচালিত। কেউ আবার অনুমোদিত শিক্ষা প্রোগ্রামের বাইরে কিছু প্রোগ্রাম চালাচ্ছে। অননুমোদিত ক্যাম্পাসও রয়েছে অনেকের। গণবিজ্ঞপ্তিতে শুধু সরকার এবং ইউজিসির অনুমোদিত ক্যাম্পাস ও প্রোগ্রামে ভর্তি হতে পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে ইউজিসির ওয়েবসাইটে তথ্য পাওয়া যাবে বলেও উল্লেখ করা হয়েছে। বিস্তারিত