আলতাফ হোসাইন প্রায় দেড় দশক আগে মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম ব্যবসার নামে প্রতারণার মাধ্যমে দেশের লাখ লাখ মানুষের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে ডেসটিনি, যুবকসহ কয়েকটি কোম্পানি। অভিযোগের পর সরকার এসব প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও বিনিয়োগকৃত অর্থ এখনো কেউ ফেরত পাননি। সম্প্রতি ই-কমার্সের নামে অর্থ আত্মসাতের ঘটনায় নানা আলোচনার মধ্যেই বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বক্তব্যে অনেকটা আশার সঞ্চার হয়েছে যুবক ও ডেসটিনির প্রতারিত গ্রাহকদের মধ্যে। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, ডেসটিনি ও যুবকের যে সম্পদ রয়েছে, তা বিক্রি করে গ্রাহকদের ৫০ থেকে ৬০ শতাংশ টাকা ফেরত দেয়া যাবে। বিষয়টি নিয়ে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে আর কোনো প্রতিক্রিয়া জানা না গেলেও, বিষয়টি নিয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার কথা জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। এমন প্রেক্ষাপটে ডেসটিনি ও যুবকের সম্পদগুলো কোথায় কি অবস্থায় আছে এবং কোন প্রক্রিয়ায় সেই অর্থ গ্রাহকরা পাবেন তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।