ই-কমার্সে লুট বাণিজ্য : হাতিয়ে নিয়েছে ৫ হাজার কোটি টাকা

ই-কমার্সে লুট বাণিজ্য : হাতিয়ে নিয়েছে ৫ হাজার কোটি টাকা

এসএম আলমগীর ব্যাকিং খাত, শেয়ারবাজার, লিজিং কোম্পানি কিংবা এমএলএম কোম্পানির মাধ্যমে সাধারণ মানুষের অর্থ লুটপাটের ঘটনা এর আগে অনেকগুলো ঘটেছে। হয়তো গোপনে এখনও এসব খাতে হচ্ছে লুটপাট। কিন্তু সাম্প্রতিক সময়ে ই-কমার্সের নামে অর্থ লোপাটের ঘটনা দেশব্যাপী বেশ আলোচিত ও সমালোচিত। প্রায় ২০টির বেশি ই-কমার্স প্রতিষ্ঠান লুট করেছে ৫ হাজার কোটি টাকারও বেশি। নানা রকম ছাড় ও প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে এসব অর্থ লুট করেছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো।

অর্থনীতিবিদরা বলছেন, বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোর উদাসীনতার কারণেই ই-কমার্স প্রতিষ্ঠানগুলো এভাবে সাধারণ মানুষের অর্থ লোপাটের সুযোগ পেয়েছে। আগে থেকে সরকারি প্রতিষ্ঠানগুলো নজরদারি বাড়ালে এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করলে এই অর্থ লোপাট ঠেকানো যেত। একইসঙ্গে এর দায় এড়াতে পারেন না ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব নেতারা।

বাণিজ্য মন্ত্রণালয় ও ই-ক্যাব সূত্রে জানা গেছে, ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি অর্থ লোপাট করেছে ই-অরেঞ্জ নামের প্রতিষ্ঠানটি।বিস্তারিত

অপরাধ তথ্য প্রুযুক্তি