হক ফারুক আহমেদ
প্রতারণার নতুন মাত্রা যোগ করেছে ই-কমার্সের তিন প্রতিষ্ঠান-সহজ লাইফ, লাইভলী লাইফ ও বিডি লাইক। এরা গাজীপুর ও লালমনিরহাটে থাবা বিস্তার করেছে।
সবার টার্গেট মধ্যবিত্ত পরিবারের সহজ সরল মানুষ। ঘরে বসেই লাভের প্রলোভনে তেমন কিছু না জেনেই বিনিয়োগ করেছেন হাজার হাজার টাকা। সুযোগ বুঝে বিনিয়োগের টাকা পকেটে ভরে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে প্রতারকরা।
এরপরও ক্ষতিগ্রস্তদের অধিকাংশই মামলা দায়েরে আগ্রহী নন। সহজ লাইফের নামে দু-একজন গ্রাহক মামলা করেছেন। তারা এফআইআরে বিস্তারিত তুলে ধরেছেন। সিআইডি মামলাটি নিয়ে কাজ করেছে। পালিয়ে থাকায় তিন প্রতিষ্ঠানের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ই-কমার্সের তিন প্রতিষ্ঠানের মধ্যে সহজ লাইফ অন্যতম। ১১শ টাকা বিনিয়োগ করে এই সহজলাইফের ওয়েবসাইটে খুলতে হবে একটি আইডি। প্রতিটি আইডির থাকে একটি পাসওয়ার্ড ও বিকাশ নম্বরও। আইডি খুললে প্রথমেই গ্রাহককে দেওয়া হয় ৮৫০ টাকার পণ্য। এরপর সহজ লাইফের সাইটে গিয়ে প্রতিদিন বিজ্ঞাপন দেখতে হবে। প্রতিদিন বিজ্ঞাপন দেখার জন্য প্রতিটি আইডিতে যুক্ত হবে ২০ টাকা। সেই হিসাবে কেউ চাইলে একটি আইডিতে ঘরে বসে ৩০ দিনে আয় করতে পারবেন ৬০০ টাকা। কেউ যদি এক লাখ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে পাবে ৬০ হাজার টাকা। ই-কমার্স প্রতিষ্ঠান সহজ লাইফের এমন সরল পথে আয়ের খবরে হুমড়ি খেয়ে পড়ে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন পূর্ব এনায়েতপুর এলাকার মানুষ। প্রথমে দু-তিন মাস গ্রাহকের অর্থ পরিশোধও করে প্রতিষ্ঠানটি। এরপর থেকেই নানা অজুহাতে টাকা দিতে শুরু হয় গড়িমসি। এভাবেই কয়েক মাসে ওই ভুয়া প্রতিষ্ঠানটি ২৫ হাজার গ্রাহকের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।বিস্তারিত