তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর তেজগাঁও থানার পূর্ব তেজতুরিবাজার এলাকার বিস্ফোরণে দগ্ধ এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। ওই শিক্ষার্থীর নাম জিতু (২৮)।

শনিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া চিকিৎসকের বরাতে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে পূর্ব তেজতুরিবাজার এলাকার একটি বাসার তিনতলায় বিস্ফোরণে ইয়াসিন তালুকদার (৩১) ও জিতু (২৮) দগ্ধ হন।

পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে মারা যান জিতু।

বার্ন ইন্সটিটিউট সূত্র জানিয়েছে, জিতুর শরীরের ৬৮ শতাংশ পুড়ে গিয়েছিল। আর ইয়াসিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

এদিকে বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁওয়ের ২৭/এ পূর্ব তেজতুরি বাজার এলাকায় জনতা ফার্মেসির পাশে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ভবনের তিনতলায় কয়েকজন ছাত্র মিলে মেস করে থাকতেন।

এ বিষয়ে তেজগাঁও থানার এসআই আব্দুল মান্নান যুগান্তরকে বলেন, আহত ইয়াসিন তালুকদারের বাড়ি চাঁদপুরে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করতেন।

তবে জিতু কোথায় পড়াশোনা করতেন তা এখনও বিস্তারিত জানা যায়নি।

Others