ফেনী প্রতিনিধি
ফেনীতে অনুমোদন ছাড়া ক্যাবল টিভি নেটওয়ার্ক পরিচালনা ও নিয়ম বহির্ভূতভাবে অবৈধ ডিস ব্যবসা করার অপরাধে দুই ক্যাবল অপারেটরের লাখ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে ফেনী শহরের ট্রাংক রোডের ফেনী মডেল থানার বিপরীতে ও পাঠানবাড়ী রোডে দুই ডিস ব্যবসায়ীকে এক লাখ টাকা অর্থদন্ড (জরিমানা) করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার উম্মে তাহমিনা মিতু।
বিটিভির লাইসেন্স পরিদর্শক আকরাম উল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের বরাত দিয়ে জানায়, ফেনীতে সরকারি লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে অবৈধ উপায়ে সম্প্রচার ও ক্যাবল ব্যবসা পরিচালনা করেছে একাধিক ব্যবসায়ী। তাদের আইনের আওয়তান আনতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নির্দেশক্রমে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অনুমোদন ছাড়া ক্যাবল টিভি নেটওয়ার্ক পরিচালনা ও নিয়ম বহির্ভূতভাবে অবৈধ ডিস ব্যবসা করার অপরাধে ফেনী শহরের পাঠানবাড়ি রোডে ‘প্রতিবেশী ক্যাবল নেটওয়ার্ক’ কানেকশানের পরিচালককে ৫০ হাজার টাকা ও মডেল থানার বিপরীতে অতিথি হোটেল সংলগ্ন একটি ভবনের দোতলায় অবৈধ ডিস ব্যবসায়ী মীর হোসেন মুরাদের ক্যাবল নেটওয়ার্কেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার উম্মে তাহমিনা মিতু জানান, ফেনীর অনুমোদিত ক্যাবেল অপারেট ফেনী ভিশন, ডিজি কম, স্টার ক্যাবল নেটওয়ার্ক থেকে অবৈধভাবে ফেনী জেলার প্রায় দুইশত ফিড অপারেটর ব্যবসায়ী বৈধ অনুমতি ও লাইসেন্স ছাড়াই ডিস ব্যবসা করায় সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। জনস্বার্থে ও সরকারি রাজস্ব আদায়ের জন্য অবৈধ ও লাইসেন্সবিহীন এসব ক্যাবল অপরাটেরের বিরুদ্ধে জেলা প্রশাসনের এধরণের অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়।
অভিযানে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নির্দেশক্রমে বিটিভির লাইসেন্স পরিদর্শক আকরাম উল ইসলাম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।