কঙ্গোতে নৌকা ডুবি, ৫১ মরদেহ উদ্ধার

কঙ্গোতে নৌকা ডুবি, ৫১ মরদেহ উদ্ধার

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর এক নদীতে নৌকা ডুবিতে অন্তত ১০০ জনের বেশি মানুষ মারা গেছেন অথবা নিখোঁজ রয়েছেন বলে এএফপির খবরে বলা হয়েছে। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় মঙ্গালা প্রদেশে কঙ্গো নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে আল-জাজিরার খবরে বলা হয়েছে, অন্তত ৫০ জনের বেশি মানুষ মারা গেছেন। আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

শনিবার মঙ্গালা প্রাদেশিক সরকারের মুখপাত্র নেস্তর মাগবাদো বার্তাসংস্থা এএফপিকে বলেন, এই সপ্তাহের শুরুতে কঙ্গো নদীতে ইঞ্জিনচালিত কাঠের নৌযানটি ডুবে যায়। নৌযানটিতে সে সময় যাত্রী ছিলেন ১৫৯ জন। তাদের মধ্যে জীবিত আছেন ৩৯ জন। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের জন্যই এটি ডুবেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার পর্যন্ত ৫১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ৬৯ জন নিখোঁজ রয়েছেন।

‘বৈরী আবহাওয়ার মধ্যে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত আছে। কিন্তু সময় যত চাচ্ছে আরও জীবিতদের খুঁজে পাওয়ার আশা ম্লান হয়ে যাচ্ছে’,- বলেন মঙ্গালা প্রাদেশিক সরকারের মুখপাত্র নেস্তর মাগবাদো।

আন্তর্জাতিক