বসবাসের অযোগ্য হচ্ছে ঢাকা দূষিত বায়ু, দূষিত নদী, চরম তাপমাত্রা, ভয়াবহ যানজট ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন : স্থপতি ইকবাল হাবিব

বসবাসের অযোগ্য হচ্ছে ঢাকা দূষিত বায়ু, দূষিত নদী, চরম তাপমাত্রা, ভয়াবহ যানজট ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন : স্থপতি ইকবাল হাবিব

রফিক মুহাম্মদ

রাজধানী ঢাকা ধীরে ধীরে বসবাসের অযোগ্য শহরে পরিণত হচ্ছে। বিশ্বের মধ্যে দূষিত বায়ুর শহর হিসাবে ঢাকা শীর্ষ সারিতে রয়েছে। এবার উষ্ণতার কারণে বিশ্বের শীর্ষ চরম তাপমাত্রার শহরের তালিকায় উঠে এসেছে। এই চরম উষ্ণতার কারণে বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরের তালিকার শীর্ষে রয়েছে ঢাকা। এ ছাড়া স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের নতুন প্রমাণ পাওয়া গেছে। ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে মূলত জলবায়ু পরিবর্তনের কারণে। একই কারণে ঢাকার মানুষের মধ্যে বিষাদ ও উদ্বেগ বাড়ছে। শুধু তাই নয়, ঢাকা এখন বিশ্বের শীর্ষ দূষিততম নদীর শহর হিসেবেও পরিচিতি পেয়েছে। ঢাকার চার পাশে যে নদীগুলো রয়েছে, যেমন বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এসব বিশ্বের শীর্ষতম দূষিত নদীর মধ্যে অন্যতম। এর ফলে রাজধানী ঢাকায় বসবাসরত কোটি কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ দূষণের শিকার হচ্ছে। অন্যদিকে ঢাকাবাসীর নিত্যসঙ্গী যানজটের ভোগান্তিতো দিন দিন বেড়েই চলেছে। এসব বিচারে রাজধানী ঢাকা আর বসবাসের যোগ্য থাকছে না।

বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব এ বিষয়ে ইনকিলাবকে বলেন, নদীদূষণ, বায়ুদূষণ, যনজট, জলাবদ্ধতা এসব বিচারে ঢাকার বসবাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। ঢাকা শহরে মানুষের সংখ্যা এবং তার বিপরীতে বসবাসযোগ্য জমির পরিমাণের অনুপাত কম হওয়ায়, একটি পরিকল্পিত নগরী হিসেবে ঢাকাকে গড়ে তুলতে হলে এ বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হলে সবচেয়ে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। তা না হলে যত পরিকল্পনাই করা হোক না কেন, তা কার্যকর করা সম্ভব নয়। নদীকে দখল ও দূষণমুক্ত করতে হলে, শহরকে যানজট-জলজটমুক্ত করতে হলে, বায়ুদূষণ রোধ করতে হলে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।বিস্তারিত

পরিবেশ