রেদওয়ানুল হক
সম্প্রতি বাণিজ্যমন্ত্রী একটি আশার বাণী শুনিয়েছিলেন ডেসটিনির গ্রাহকদের। সাংবাদিকদের মন্ত্রী জানিয়েছিলেন, ডেসটিনির যে সম্পত্তি আছে তা বিক্রি করলে হয়তো গ্রাহকের কিছু টাকা ফেরত দেয়া যাবে। মন্ত্রীর এমন আশ্বাসের পর খানিকটা আলোচনায় এসেছিল ডেসটিনি। সম্পত্তিই বা কি আছে, এর দাম কত হতে পারে, গ্রাহকের পাওনা টাকার পরিমাণ কত? এমন প্রশ্নের খোঁজ নিতে গিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য।
জানা যায়, ডেসটিনির সম্পত্তি যা কিছু আছে তা কব্জা করতে ইতোমধ্যে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন কোম্পানিটির কর্তাব্যক্তিরা। এরইমধ্যে ‘ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ পরিচালনা কমিটির অনুমোদন দিয়েছে সমবায় অধিদপ্তর। যদিও এই কমিটির ব্যাপারে জানেন না অধিদপ্তরের ডিজি, দুদক ও সমবায় মন্ত্রণালয়। শুধু সমবায় কার্যক্রমই নয়, এমএলএম ব্যবসাও চালু করতে চায় তারা। বিশেষ তলবি সভা আহ্বান করে কমিটি গঠন করেছে ডেসটিনি-২০০০ লিমিটেডের।বিস্তারিত