ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দায়দেনা নির্ধারণের জন্য পরিচালনা পর্ষদ গঠনের বিষয়ে আগামীকাল বুধবার আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
সেই সঙ্গে পরিচালনা পর্ষদে একজন অবসরপ্রাপ্ত বিচারক, অবসরপ্রাপ্ত সচিব, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও একজন আইনজীবী থাকতে পারে বলে মত দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিট আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন এ তথ্য জানিয়েছেন।
গত ৩০ সেপ্টেম্বর ইভ্যালির সব ধরনের নথি তলব করেছিলেন আদালত। ১২ অক্টোবরের মধ্যে এসব নথি আদালতে দাখিল করতে রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসকে নির্দেশ দেওয়া হয়েছিল।