মুদিদোকানি থেকে মানব পাচারকারীদের প্রধান

মুদিদোকানি থেকে মানব পাচারকারীদের প্রধান

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে উচ্চ বেতনে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়ে কাজ না দিয়ে প্রতারণা করে আসছিল একটি চক্র। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে চক্রের মূল ব্যক্তি সাইফুল ইসলামসহ (টুটুল) আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০টি পাসপোর্ট, ৭টি ফাইল, ৪টি সিল, ১৭টি মুঠোফোন ৫টি নিবন্ধন খাতা, ৩টি সিম কার্ড,৪টি ব্যাংকের চেক বই, ২টি কম্পিউটার এবং নগদ ১০ হাজার ৭০০ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন মো. তৈয়ব আলী (৪৫), শাহ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে লিমন (৩৮), মারুফ হাসান (৩৭), জাহাঙ্গীর আলম (৩৮), লালটু ইসলাম (২৮), আলামিন হোসাইন (৩০) ও আবদুল্লাহ আল মামুন (৫৪)।বিস্তারিত

অপরাধ